এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে সম্মিলিত ইমাম ও উলামা কল্যান পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলা ইমাম ও উলামা কল্যান পরিষদের আয়োজনে ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মাহে রমজান কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।