নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে আজ ২৮ শে এপ্রিল রবিবার বিকাল ৩,০০ ঘটিকায় ব্র্যাক নিয়ামতপুর এলাকা অফিসে সকল সহকর্মীদের উপস্থিতিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বিনামুল্যে আইনি সেবার বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর জাতীয় আইনগত দিবস হিসাবে ২৮শে এপ্রিল মাসে পালিত হয়।আইনি সেবা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু নানাবিধ কারণে বাংলাদেশের অধিকাংশ বিশেষত নারী ও শিশুরা নির্যাতনের শিকার হলে আইনি সেবা পায় না। আর্থিকভাবে অসচ্ছল নানাবিধ কারণে আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ্য প্রার্থী জনগন যেন আইনগত সহায়তা পাই সেই লক্ষ্যে ২০০০ সালে প্রনয়ন করে আইনগত সহায়তা প্রদান আইন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তীতে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. সাবির আলী মন্ডল এলাকাবস্থাপক দাবি, মো. সিরাজুল ইসলাম এলাকা ব্যবস্থাপক প্রগতি, মো. মনিরুল ইসলাম শাখা ব্যবস্থাপক দাবি, মো. শরিফুল ইসলাম শাখা ব্যবস্থাপক বিসিউপি,মো. শরিফুল আলম ডেপুটি ম্যানেজার সেলপ্ এবং অনুষ্ঠানটি পরি চালনা করেন মোসা ঃ আফরোজা আইরিন এ্যাসোসিয়েট অফিসার সেলপ্।