বিশ্বনাথ প্রতিনিধি :
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সমাজসেবক সেলিম আহমেদ।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর। ২০২৩ সালের সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামী প্রত্যুষে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে। সেই বছরটিতে যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন। সম্ভাবনার সমুজ্জ্বল প্রদীপের বাতি জ্বলুক সবার ঘরে ঘরে। নতুন বছর যেন মুষ্টিমেয় ধনীর ভোগ বিলাসের সংকীর্ণ উল্লাসে অবসিত না হয়। দরিদ্র, লাঞ্ছিত ও পীড়িত মানুষের নিষ্ফল বিলাপে যেন পৃথিবী বিষন্ন না হয়। এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ। ধনী দরিদ্র সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।