রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ০১লা মে,২০২৩(সোমবার) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির “ত্রি-বার্ষিক” সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেনজু ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাদল, পাটগ্রাম পৌর জাতীয় পার্টির সভাপতি -সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সহযোগী সংগঠন ‘ছাত্র সমাজে’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পারভেজ ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদান কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মস্তফা সেলিম বেঙ্গল বলেন,জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত বাংলাদেশের সাবেক রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের প্রাণ ছিলো এই দহগ্রাম ইউনিয়ন। জীবন দশায় তিনি দহগ্রাম ইউনিয়নে যে কতবার এসেছেন দহগ্রাম ইউনিয়নের অনেক মানুষ হয়তো বলতে পাবে না,তাই দহগ্রাম ইউনিয়নের মানুষ জাতীয় পার্টিকে এত ভালোবাসে,আগামী জাতীয় নির্বাচনে দহগ্রাম ইউনিয়নের মানুষ তাদের স্বপ্নের প্রতীক লাঙ্গল মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে আবারো প্রমাণ করবে দহগ্রামের মাটি জাতীয় পার্টির ঘাটি।
পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেনজু ইসলাম বলেন,আজকের কাউন্সিলের মাধ্যমে দহগ্রাম ইউনিয়নে জাতীয় পার্টির নতুন জাগরণ সৃষ্টি হবে,সব ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করে দহগ্রাম ইউনিয়ন কে নতুন রুপে জাতীয় পার্টির দুর্গ করে তুলবে নব নির্বাচিত কমিটি নেতৃবৃন্দ ।
প্রথম অধিবেশন শেষে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২য় অধিবেশনে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের লক্ষ্যে নেতৃবৃন্দের উপস্তিতিতে সমর্থন প্রক্রিয়ায়, তৃণমূলের ব্যাপক সমর্থনে দহগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন গত দহগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে “লাঙ্গল মার্কায়” নির্বাচন করা মোঃ ময়নুল ইসলাম, পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হন দহগ্রাম জাতীয় পার্টির সিনিয়র নেতা দেরাজ মন্ডল।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, মোঃ জুলফিকার আলী। নতুন কমিটিকে স্বাগত জানাতে দহগ্রাম জাতীয় পার্টির নেতা কর্মী ও সমর্থক গণ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে দহগ্রাম বঙ্গেরবাড়িতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।