ডেস্ক:
জাহাজে কাজ করার সময় পা পিছলে বিপত্তি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশী। পা পিছলে ছাদ থেকে সোজা জাহাজের ডেকের উপর পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার ১৩ জানুয়ারি দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গের হুগলির ত্রিবেণী বিটিপিএস সংলগ্ন গঙ্গায়। মৃতের নাম মহম্মদ আত্তাব মোল্লা (৩৩)। বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার পানাইল এলাকায়। জানা গেছে বাংলাদেশের এমভি সিদরাগাজি ভেসেলে কাজ করতেন আত্তাব মোল্লা। মৃতের সহকর্মীরা জানিয়েছেন, পনেরো শ্রমিক সেই জাহাজে ছাই ভর্তি করার কাজ শেষ করেন। জাহাজের উপর দড়ি বাঁধছিলেন আত্তাব মোল্লা। সে সময় পা ফসকে পড়ে যান নীচের ডেকে। মাথায় প্রচন্ড চোট লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পুলিশের উদ্যোগে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।