কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোববার (২৪ মার্চ) উপজেলার থানা সদর জামিয়া রহমানিয়া মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, সমিতির সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, কোষাধ্যক্ষ হোসেন নুর, বজলু মিয়া পাঠান, জয়নাল আবেদীন, আকদ্দুছ মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুহিব্বর রহমান নুরী।