জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আশিকুর রহমান (২৬) নামের এক যুবক নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ রোববার সকাল ৬ টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ ঘাট থেকে প্রায় ১০০ গজ দুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। সে মহাজন উত্তর পাড়া গ্রামের মো. আছির খানের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরের দিকে নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দিয়ে সে আর ওঠেনি। খবর পেয়ে তার স্বজনরা অনেক খোঁজাথুঁজি করে তাকে পাইনি। আজ সকাল ৬ টার দিকে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নিখোঁজ যুবক আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয় বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, আজ ভোর ৬ টার দিকে মরদেহটি পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবে যাওয়া জায়গা থেকে ১০০ গজের মধ্যেই মরদেহটি পাওয়া যায়।স্হানীয়রা উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন।যথাযথ আইনি পক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।