নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং সংরক্ষিত আসনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা ২১ মে রবিবার দুপুরে নগরীর তোপখানায় অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় মোঃ সোনাহর আলী সোহেল, মিষ্টু দত্ত, সন্তোষ পাল, আব্দুল মুকিত অপি, মহির মোহন, মোঃ ফারুক হাসান সুজন, হ্যাপী জায়গীরদার, মোঃ আবুল কালাম আজাদ (আমিন), তাহমিদুল হাসান জাবেদ, পপি দে, হিমাংশু রায় হিমেল, শেখ মনসুর আহমদ, শাহীন আহমদ, তৌফিক আহমদ চৌধুরী প্রমুখসহ এলাকার মুরুব্বী, যুবসমাজ ও মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিলা কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া বলেন, ৫নং সংরক্ষিত আসনের এলাকা ঘুরে গণমানুষের যে আন্তরিক সমর্থন ও ভালবাসা পেয়েছি। এলাকাবাসীর মধ্যে আমি যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তাতে আমি আশাবাদী। আমি সব সময়ই মানুষের পাশে ছিলাম এবং আজীবন মানুষের সেবা করে যাব। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মুরুব্বীদের পরামর্শ নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় এলাকার বিভিন্ন মুরব্বী, যুবক, মহিলাসহ সভায় সবাই জয়াকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।