মোঃ জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী শাহবন্দর যুব সংস্থা শাযুস কার্যকরি পরিষদে ক্ষমতা হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহবন্দর যুব সংস্থা শাযুস কার্যকরি পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার ও শাযুস সাবেক ক্রিকেটার মাকনুন খালেদ চৌধুরী সোহান প্রবাস গমন এবং ইতালী প্রবাসী গাজী উদ্দিন দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৩ আগস্ট ২০২৩ ইং রোজ বুধবার রাতে পালকী কমিউনিটি সেন্টারে, শাহবন্দর যুব সংস্থা শাযুস কার্যকরি পরিষদের আয়োজনে, শাযুস প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মবশ্বির আলীর ও সাবেক সহসাধারণ সম্পাদক ফজলে রাব্বি দিপ এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ডাঃ সাদিক আহমদ,বক্তব্য রাখেন শাযুসের উপ প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ, পৃষ্ঠপোষক সদস্য এস আর মসুদ, আলা উদ্দিন আলা, রুহেল আহমদ চৌধুরী, নজমুল হক, সাবেক সভাপতি জুবায়ের আহমদ জুবের, ৯নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জুলহাস আহমদ লিটন, ৮নং ওয়াডের মেম্বার রাসেল আহমদ, শাযুস সহ সভাপতি মুক্তাদির আহমদ সুমেল, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম ফরাজ, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাহফুজ মাফি, সহ প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ও কার্যকরি পরিষদ সদস্য বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে শাহবন্দর জামে মসজিদের পেশ ইমাম ডাঃ মঈন উদ্দিন আহমদ দোয়া পরিচালনা করেন। দোয়ার পর পরই উপস্থিত সবাইকে নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয় এবং শাযুস কার্যকরি পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, শাযুস প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী কাছে শাযুস কার্যকরি পরিষদ ২০১৯ – ২৩ ইং এর ক্ষমতা হস্তান্তর করেছেন।