রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে জগৎবেড় ইউনিয়নের ৩নং ভোটহাট খাতা এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জয়নাল হোসেন (৬০) পিতা-মৃত আনার উদ্দিন (০৫ই জুলাই-২০২১) গতকাল রাত আনুমানিক ১০.২০ মি. করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
মৃত জয়নাল হোসেন দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা তিনি করোনা ভাইরাসের সংক্রমণে ভোগছিলেন। এ নিয়ে এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে ভয়ে এলাকাবাসী বাড়ির বাইরে বের হচ্ছেন না,
৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসাইন জানান, মৃত্যু ব্যক্তির পরিবারের করোনা টেস্ট করানো হোক, তাদের করোনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত প্রশাসন কর্তৃক বাড়িটি লকডাউন করা হলে এলাকাবাসী কিছুটা স্বস্তিতে থাকবে।
Leave a Reply