জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বীরমুক্তিযোদ্বা মো: আঃ রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার দুপুর দুইটায় দূর্লভপুর ব্রীজে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্বাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় ১ মিনিট নিরবতা পালন শেষে জানাজা দিয়ে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ হক, নাসিরুদ্দিন, নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলীসহ গনমান্যব্যক্তিবর্গ। পারিবারিক ভাবে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ বেশ কিছুদিন যাবত অসুস্থতার কারনে সিলেট তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।