বিশ্বনাথ থেকে আব্দুল কাই্য়ুম:
দেশব্যাপী চলছে জামায়াত বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ। প্রথম থেকে এখন পর্যন্ত বিশ্বনাথে অবরোধের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। অবাধে চলছে হালকা যানবাহন। কর্মব্যস্ত মানুষের রয়েছে অবাধ চলাচল।খোলা রয়েছে অফিস আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান ও দোকানপাঠ। আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। মাঠে নেই বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা।উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আজ।
৬ই নভেম্বর সোমবার দুপুরে বিশ্বনাথ বাসিয়া ব্রীজের দক্ষিণ পার্শ্বে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমবেত হয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ পালন করেছে।
বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের যুগ্মআহবায়ক আলতাফ হোসেনের পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনুমিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, আওয়ামীলীগ নেতা, সাইদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আনোয়ার আলী, মহব্বত আলী, পুলক দেব, হিরা মিয়া, আবুল হোসেন, শাহ নেওয়াজ সেলিম, তৈমুছ আলী, শেখ মসাহিদ, এমদাদ হোসেন নাঈম, ছগির আলী, আনা মিয়া। যুবলীগের আমির আলী, সোহেল তালুকদার, শফিক মিয়া, সঞ্জিত আচাজী, সামসুন্নুর, শংকর দাস শংকু, বেলাল রাজা, রুহেল মিয়া শহিদুল ইসলাম, সেলিম মিয়া, জহির আহমেদ, জয়নাল আবেদীন, মনোহর হোসেন মুন্না, ফয়জুল হোসেন জয়, ইকবাল হোসেন, আশিক খান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।