বার্তা বিভাগঃ আজ বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্মের ৫০ বছর পূর্ণ হল। ১৯৭১ সালে জাতীর জনক, বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণির মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার লাল সূর্য কে ছিনিয়ে এনে বাঙালি জাতীকে শৃঙ্খল মুক্ত জীবন ও দেশ মাতৃকা উপহার দিয়েছেন রক্তের বন্যায় অন্যায়কে নিপাত করে। জাতী আজ স্বাধীনতার সুখে উদ্ভাসিত। পুরো বাঙালি আজ স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তির আনন্দ উদযাপন করছে। এই আনন্দ পাইয়ে দিতে যাদের আত্মত্যাগ ও অবদান ছিল তাদের গভীর ভাবে স্মরণ ও যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা অন্তর থেকে। জাতীর এই বীর সন্তানদের আমার ভুলবনা কোন দিন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে খাজাঞ্চি ইউনিয়নের ও দেশে বিদেশে অবস্থানরত সকল বাঙালি, বাংলা ভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইতিহাস ও ঐতিহ্যে আলোকিত, অসংখ্য ওলী আউলিয়া, গুণীজনদের পদভারে ধন্য জনপদ ঐতিহ্যবাহী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা, খাজাঞ্চি ইউনিয়নের হোসেন পুর নিবাসী, আলোকিত খাজাঞ্চি ডটকম এর প্রতিষ্ঠাতা, আব্দুর রহীম– লায়লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকা প্রাণ পুরুষ যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন রেজা।
তিনি মহামারি করোনার পাদুর্ভাবের এই কঠিন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুবর্ণজয়ন্তী উদযাপন করার পাশা-পাশি বন্ধু -বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দেশবাসী সহ সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।