সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ম বর্ষে পদার্পন করতে যাচ্ছে “আস্থা রক্তদান সংস্থা” নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। এটি ২০১৭ সালের ১লা আগষ্ট পথচলা শুরু করে। একদল যুবক নিরলস পরিশ্রমের মাধ্যমে বগুড়া এবং তার আশেপাশের জেলাগুলোতে রক্ত দানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য নিয়মিত বিভিন্ন রক্তদাতা ডোনার খোঁজা সহ প্রতিনিয়ত তারা একনিষ্ঠভাবে সবাইকে রক্তদানে উৎসাহ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অনলাইনে তাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন রক্তযোদ্ধা সৈনিক এবং রক্ত গ্রহীতাগণ।
সংগঠন টির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন জানিয়েছেন, “আমরা শুরুতে অল্প কয়েকজন রক্তদাতা কে নিয়ে অনলাইনের মাধ্যমে রক্তদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটি শুরু করি এবং প্রচার প্রচারণার মাধ্যমে হাঁটি হাঁটি পা-পা করে ৪টি বছর অতিক্রম করে ৫ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আমরা আপনাদের সকলের কাছে আমাদের সংগঠনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এছাড়া ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সভাপতি আবু সাইদ রাজন, সহ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধান সহ প্রত্যেকেই আলাদা আলাদা বাণী প্রদান করেছেন।
সংগঠনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান মতামত প্রদান করে বলেন “আমাদের সংগঠন কর্তৃক ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১লা আগষ্ট ২০২১ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠানে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন এবং আগামীতে আমাদের স্বেচ্ছাসেবী এই সংগঠনের উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যগণ কোনো মতভেদ ছাড়াই সম্মিলিত ভাবে সবাই কাজ করবেন বলে আশা করি। স্বেচ্ছায় করি রক্তদান, হাঁসবে রুগী বাঁচবে প্রাণ
‘ এই স্লোগান নিয়ে ৪র্থ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের সংস্থার সার্বিক মঙ্গল এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি।”
এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ আকতারুজ্জামান রকি জানিয়েছেন, “সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কমিটিতে নতুন কিছু সদস্যপদ যুক্ত হবে এবং কমিটির কিছু দায়িত্ব রদবদল করা হবে। এখানে সকলে আমাদের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত সমূহ মেনে চলবেন। আমাদের সংগঠনের সফলতা এবং ঐক্য ধরে রাখার জন্য সকলের নিকট আমরা সহযোগীতা ও দোয়া প্রার্থী।