বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংঙ্গে পুকুর থেকে মোহাম্মদ আলী নামের ৩ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। জানা যায় বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের আদর্শ গ্রামের আবু ছালেহ মিয়ার ৪ছেলে। ৪ মেয়ে ৮ জন ছেলে মেয়ের মধ্যে সবার ছোট মোহাম্মদ আলী (৩মাস বয়সের শিশু)।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে কাজ সারতে শিশুকে ঘরে রেখে বাথরুমে যান শিশুর মা। এসে দেখেন শিশু মোহাম্মদ আলী ঘরে নেই। অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন শিশুটি মারা যাওয়ার কথা স্বীকার করে এশিয়ান এক্সপ্রেস ডটকমকে জানান, আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়েছি। তদন্তে কাউকে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।