আনোয়ার সুমন: সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার একদিনের মধ্যই আসামী মরম আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মরম আলি ঢালারপাড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
রোববার (১৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার ঢালারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেয়েটির পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ১১টায় নিজ ঘরে ঘুমে থাকা অবস্থায় বখাটে মরম আলী তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকার দিলে ১ নম্বার আসামি মরম আলী পালিয়ে যাওয়ার সময় তার পরনে থাকা শার্ট ছিনিয়ে রেখে দেয় ধর্ষণের শিকার নারী।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ধর্ষণের অভিযোগে মরম আলী নামের অভিযুক্ত আসামিকে এসআই আলা উদ্দিন ও এএসআই রেজওয়ান মোল্লা গ্রেপ্তার করেছেন।
মামলা দায়েরের এক দিনের মধ্যেই মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।