বার্তা বিভাগঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী কাদিপুর খানকা শরীফে ২১/২/২০২১ ইং রোজ রবিবার অনুষ্ঠিত হবে তরিকার মোরাকাবা, মিলাদ ও দোয়া মাহফিল।
উপমহাদেশের সুপরিচিত তরিকতে পবিত্র কাদমীয়া’র ইমামে আলা- ঢাকার ছাহেব (রঃ) এর বিশ্বনাথের কাদিপুর খানকা শরীফে মোবারক এই মোরাকাবা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আশিকানে দরবারে শাহে কাদমীয়ার আয়োজনে উক্ত মোরাকাবা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বাতিলের আতঙ্ক, সুন্নীয়তের খাদেম, পবিত্র কাদমীয়া তরিকার বর্তমান সাজ্জাদানশীল, গদীনিশীন আওলাদে রাসুল, শাহ সূফী সৈয়দ মাওলানা আ. হ. ম মাহবুব উল্লাহ আল হাসানী ওয়াল হুসাইনী আল কাদমী।
সুন্নীয়তের মহতী এ আয়োজনে তরিকার সকল আশেকান, মুরিদান ও শুভাকাঙ্খীদের উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিলের আরজ গোজার করা হয়েছে।