আব্দুল হালিম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেট বিভাগের প্রাচীনতম বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ৭৫ বছর পূর্ণ হচ্ছে আগামী ২০২৩ সালে। এ উপলক্ষে “৭৫ বছর পূর্তি অনুষ্ঠান” ২০২৩ সালের জানুয়ারি মাসে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর (বুধবার) মাদরাসার শিক্ষক ও গভর্ণিংবডির সমন্বয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অনুষ্ঠান বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এদিকে সভায় বিশ্বব্যাপি করোনা ভাইরাসের সংক্রামন বৃদ্ধি পাওয়ায় ও সরকার কর্তৃক প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাদরাসার বার্ষিক ওয়াজ পূর্ব নির্ধারিত তারিখে আয়োজন না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেয়া হলে বার্ষিক জলছার তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।।
উল্লেখ্য যে উক্ত সভায় মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।