মো. আব্দুল কাইয়ুম:
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বহুল বিতর্কিত ভোলাগঞ্জ পয়েন্ট থেকে হামদরচক ভায়া কুমার পাড়া গ্রাম পর্যন্ত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের বরাদ্দকৃত ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৫০০ মিটার রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে।
১২ই ডিসেম্বর মঙ্গলবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্স এর মাধ্যমে ভোলাগঞ্জ পয়েন্ট ও কুমার পাড়া গ্রামের উভয় দিক থেকে কাজটি শুরু হয়েছে।
গত ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ ইং ভোলাগঞ্জ পয়েন্টে দেড় কিলোমিটার রাস্তাটির আনুষ্ঠানিক বৃত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ মোকাব্বির খান এমপি।
রাস্তার কাজ শুরু করার প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জহির জানান, এমপি মোকাব্বির খানের বরাদ্দকৃত ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির টেন্ডারে কাজ আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন হবে। তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।
রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকায় সর্বস্তরের মানুষের মনে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখায় এমপি মোকাব্বির খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন করতে এলাকাবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন এলাকাবাসী।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন এলজিডির বরাদ্দকৃত কাচাঁ রাস্তাটি দ্রুত সময়ে পাকাকরণের সকল নির্দেশনা দেওয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্টানকে।এবং তিনি আশা প্রকাশ করেন নির্দিষ্ট সময়ে কাজটি সমাপ্ত হবে।