নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের গোপাল বালা(২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন। গোপাল বালার মা মিনা বালা বলেন, গত ৩মার্চ সকাল ১১টার দিকে কাউকে কিছু না বলে গোপাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৯মার্চ গোপালের মা মিনা বালা নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।ডায়েরী নম্বর ৩৪৪।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,সকল থানায় গোপাল বালার ছবি দিয়ে তথ্য পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে খোজখবর নিচ্ছি।
কোনো হৃদয়বান ব্যাক্ত তার সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে ০১৮৯২-৮৪৫৩৩৯ অনুরোধ জানানো হয়েছে।