মিজানুর রহমান মিজান
দুনিয়া ধ্বংস হবে একদিন
কিছুই রবে না হবে সব বিলীন।।
পাষন্ড এজিদ ও সীমার
ক্ষমতার লোভ ছিল পাবার
হোসেন(র:)কে শহিদ করে ফোরাতের পার
রইল নাতো সে ও আর অস্থিত্ব মলিন।।
বিশ্ব জয়ের ইচ্ছায় হিটলার
মানুষ মারে হাজারে হাজার
রাশিয়ায় খেল মার নহে ভুলিবার
নিজ হাতে করে গুলি হল বিলীন।।
সারা বন কম্পিত ছিল বাঘের গর্জনে
বয়সের ভারে একদিন ভাবে মনে মনে
আরতো আসে না হুঙ্কার পড়ে চিন্তনে
শেষ কালে ইতি ঘটায় নিরবে দুনিয়ার দিন।।
কত এল কত গেল ক্ষমতাধর
ঠাই নাই ঠাই নাই দুনিয়ার উপর
দৌড়ে থাকতে হল জীবনভর
অবশেষে তুললেন পটল হয়ে দীনহীন।।
৬/১০/২১ ইং জয়নগরের কুঠির হতে।।