মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক কে গ্রেফতার করেছে পুলিশ আজ পৌনে ১ টার দিকে। রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল্লামা মামুনুল হকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশিদ ।
মোহাম্মদপুর মাদ্রাসা থেকে গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ।
গ্রেপ্তারের পূর্বে মামুনুল হকের ফেসবুক স্ট্যাটাস গ্রেপ্তারের ঘন্টা খানেক আগে নিজের ফেসবুক পেজে মুফতী সাখাওয়াত হোসাইন রাযীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন মামুনুল হক। সেখানে তিনি লেখেন, …… আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ। আমাদের মঞ্জিল বহু দূর। আমরা সাহস হারাই না। আমরা জানি, সত্যের এ পথ কুসুমাস্তীর্ণ নয়। কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবিলায় আমরা ফোটাই সত্য-সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইলফলক। আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব। অপবাদের পর কারাভোগ নবী ইউসুফ আলাইহিসসালামের পূর্ণাঙ্গ সুন্নত। আমরা তো জেল-জুলুমই নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দান খানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যাগ আর কুরবানীর।