মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ও কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত সেক্রেটারি ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সম্মানিত সহসভাপতি, ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা সম্মানিত মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই।
হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা জাবের কাসেমী,
আজ ১৩ ই ডিসেম্বর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা কাসেমী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১লা ডিসেম্বর ঠান্ডা জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় কোন সন্দেহ তার পরীক্ষা করালে শেষ পর্যন্ত তার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশের একজন শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের আলেম আলেম সমাজের সকল ছায়া নেমে এসেছে।