এশিয়ান ডেস্কঃ
বিনা অনুমতিতে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তাঁদের যেভাবে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ একাধিক ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে, তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেইন। যদিও ভারত সরকার দাবি করেছে, ওই ছবি ভারতীয়দের নয়। কিন্তু আমেরিকা থেকে দেশে ফিরে আসা এক নাগরিক জানাচ্ছেন অন্য কথাই। প্রথম দফায় দেশে ফিরে আসা ১০৪ জনের মধ্যে রয়েছে যশপাল সিং(৩৬)। তিনি পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তাঁর কথায়, মার্কিন সামরিক বিমানে তাঁদের আনার সময়ে হাত পা চে্ইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। একমাত্র ভারতে বিমান অবতরণ করার পরই তাঁদের সেই বাঁধন খোলা হয়। যশপাল বলেছেন, ” আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের আবার কোনও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাদের সকলের হাতে হাত কড়া এবং পা চেইন দিয়ে বাঁধা ছিল কিন্তু পরে জানতে পারি আমরা দেশে ফিরছি। তিনি এ ও জানান, আমেরিকা যাওয়ার পর তাঁদের ১১ দিন ডিটেনশন সেন্টারে কাটতে হয়েছিল। ৩০ লক্ষ টাকা খরচ করে ডাংকি রুটে আমেরিকা গিয়েছিলেন যশপাল। এতে তাঁর সময় লেগেছিল ৬ মাস। তিনি জানিয়েছেন, প্রথমে ইউরোপ গিয়ে তারপর সেখান থেকে ব্রাজিল গিয়েছিলেন তিনি। তারপর আরও একাধিক দেশ ঘুরে আমেরিকা পৌঁছান। তাঁর এজেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈধ ভিসা করিয়ে দেবেন। কিন্তু তা হয়নি। ২৪ জানুয়ারি তিনি আমেরিকা সীমান্তে ধরা পড়েন। ফেরত আসা ভারতীয়দের প্রায় সকলেই ডাংকি রুটে গিয়েছিলেন আমেরিকায়। কারও ২০ লক্ষ, তো কারও ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাতে। হরবিন্দর নামের এক যুবক জানিয়েছেন, জঙ্গল, পাহাড়, নদী সব পেরিয়ে তাদের যেতে হয়েছে। ডাংকি রুটে কয়েকজনকে মারা যেতেও দেখেছেন তিনি।