রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৪৭) নামের এক ব্যাংকারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ মোটর সাইকেলে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতামুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।