রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি. লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়রত আলী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগষ্ট) বিকালে ওই উপজেলার হেলিপ্যাড মাঠের পাশে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয় হয়রত আলী।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। মৃত হয়রত আলী টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী এলাকার আমিনুর রহমানের পুত্র ও স্থানীয় সরকারি আলিমুদিন কলেজের অনার্স ২ য় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, হয়রত আলীসহ ৩ জন একটি মোটরসাইকেলে হাতীবান্ধা শহরে আসার পথে ওই এলাকায় বুড়িমারী– লালমনিরহাট সড়কে একটি ট্রাক ওভারটেকিং করার চেষ্টা করেন। এ সময় পিছনে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয় হয়রত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুর নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply