নড়াইল প্রতিনিধিঃ
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর নেতৃত্বে হাজারো নেতাকর্মী উৎসব মুখর পরিবেশে ফেস্টুন, ব্যানার ও মিছিল নিয়ে যোগ দিলেন খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় সমাবেশে।
আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ দুপুর পর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় এই সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভাস্থল ঘিরে নগরীতে বিরাজ করে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, নানা ধরনের প্লোকার্ড, বিলবোর্ডে ছেয়ে যায় নগরী। সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ।
খুলনার প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে নড়াইল জেলা থেকে দলীয় নেতা-কর্মির একটি বড় অংশ যোগ দিয়েছেন। জেলা আওয়ামীলীগ, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভাকরে সমাবেশে বিপুল সংখ্যাক নেতা-কর্মি উপস্থিতি নিশ্চিত করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার আজকের মহাসমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে । নড়াইল জেলা থেকে বিভিন্ন মাধ্যমে সভাস্থালে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হয়। নড়াইল থেকে লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দিয়েছে।
এ দিকে নড়াইল-২ আসনের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে খুলনা সার্কিট হাউজ মাঠে উপস্থিত হন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, আমার সংসদীয় এলাকা থেকে অর্ধ লক্ষ দলীয় নেতা-কর্মি বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে অংশগ্রহন করে। এ সমাবেশ দেশের একটি ঐতিহাসিক সমাবেশ যা যনসমুদ্রে পরিণত হয়েছে।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করছেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি । বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যোগ দেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।