1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত  ফ্যাসিস্ট আ.লীগের বাংলার মাটিতে আশ্রয় হবে না-ডা.শফিকুর রহমান ফুলবাড়ীতে ৪কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার লোহাগড়ায় চারদিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত দাকোপে ইসালামী আন্দেলনের কমিটি গঠন, সভাপতি মাওঃ ইলিয়াস সেক্রেটারি শফিকুল নড়াইল পৌর বিএনপি কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করল বিজিবি ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন ফুলবাড়ীতে ট্রলি চাপায় এক শিশু নিহত, ট্রলি জব্দ কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুগ্রামের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সাংবাদিক সহ আহত ২০
শিরোনাম
নরসিংদীতে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত  ফ্যাসিস্ট আ.লীগের বাংলার মাটিতে আশ্রয় হবে না-ডা.শফিকুর রহমান ফুলবাড়ীতে ৪কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার লোহাগড়ায় চারদিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত দাকোপে ইসালামী আন্দেলনের কমিটি গঠন, সভাপতি মাওঃ ইলিয়াস সেক্রেটারি শফিকুল নড়াইল পৌর বিএনপি কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করল বিজিবি ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন ফুলবাড়ীতে ট্রলি চাপায় এক শিশু নিহত, ট্রলি জব্দ কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুগ্রামের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সাংবাদিক সহ আহত ২০ নরসিংদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার খাজাঞ্চি ফুটবল ফেডারেশনের আহবায়ক কমিটি গঠন লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন নরসিংদীতে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২  কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

হরতালের জেরে বিশ্বনাথের আমতৈলে ব্যাপক সংঘর্ষ

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৩৯ Time View

ফারুক আহমদঃ হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিংয়ের জের ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল ও ধলিপাড়া গ্রামবসীর মধ্যে আড়াই (সকাল ১০টা থেকে সাড়ে ১২টা) ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হরতালের সমর্থনকারীরা প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ সটগানের ৯০ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।

উপজেলার বিশ্বনাথ-লামাকাজী রোডের পিছের মুখ নামক স্থানে চলা সংঘর্ষে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা ও পলিশের ৭ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাখাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ লামাকাজী রোডের পিছের মুখ নামক স্থানে রোববার সকাল থেকেই আমতৈল গ্রামের গাজীর মোকাম মসজিদের ইমাম মুফতি ফারুক আহমদের নেতৃত্বে পিকেটিংয়ে নামেন ওই এলকার জামায়াত-হেফাজত ও বিএনপির নেতাকর্মীরা। এসময় পার্শ্ববর্তী ধলিপাড়া গ্রামের ড্রাইভার খায়রুল ইসলাম ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮৮২৩নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে তাকে বাঁধা দেয়হরতালের সমর্থনে পিকেটিং করা ইমাম মুফতি ফারুক আহমদ গংরা।এক পর্যায়ে পিকেটররা ড্রাইভার খায়রুল ইসলামের উপর হামলা করে।এসময় ধলিপাড়াগ্রামের লোকজন এসে পিকেটারদের বাঁধাদেন।পরবর্তিতে মুফতি ফারুক আহমদ আমতৈলের মসজিদের  মাইকে ইসলাম বিরোধীরা তাদের উপর হামলা করেছেবলে ঘোষণা দেন।মূহুর্তেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের প্রায় দুই হাজারেরও অধিক মানুষ।হামলা চলাকালে আমতৈল গ্রামের লোকজন ধলিপাড়া  গ্রামের বাড়িঘরে হামলা করে ভাংচুর  লুটপাট করে বলে জানান স্থানীয়রা।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশের সদস্যরা সেখানে গেলে হরতালের সমর্থনে পিকেটিং করা ইমাম মুফতি ফারুক আহমদ পক্ষে থাকা আমতৈল গ্রামের লোকজন পুলিশের উপরও হামলা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সটগানের প্রায় ৯০ রাউন্ড  গুলি ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের উপর হরতাল সমর্থনকারীদের হামলায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, এসআই আফতাবুজ্জামন রিগ্যান, কনস্টেবল নাহিদ, জাবেদ, ইমরান, আব্দুল আলীম আহত হন। পুলিশ সদস্যরা ছাড়াও সংঘর্ষে দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

ধলিপাড়া গ্রামের আহতরা হলেন, আফাজ উদ্দিন সুবল (৪৫), খায়রুল আলম (৩০), কাচা মিয়া (৩৫), আব্দুল কদ্দুছ (৭০), আব্দুছ সালাম(৬২), ইমাম উদ্দিন (৩৬), ওয়াছিদ আলী (৫২), নেছার আলী (৩১), এনামুল হক (২৮), আখলাক আহমদ (১৬), ইমন আহমদ (১৮), শিপু মিয়া(২৫), মিলাদ আহমদ (৩৫), ছানোয়ার (২০), আমরুল ইসলাম (৩০) নজির আহমদ (৩১), জাবের মিয়া (২১), জহিরুল ইসলাম (৩৮)।

আমতৈল গ্রামের আহতরা হলেন- মুফতি ফারুক আহমদ (৪৮), গুলচর আলী (৫০), সাইদুল ইসলাম (২৫), চান মিয়া (৩৫), মোহন মিয়া (৪৫), ফয়সল আহমদ (১৪), রাসেল আহমদ (২৫), ফারুক মিয়া (৩৫), আলী আকবর (২৫), জয়নাল মিয়া (৫২)। আমতৈল গ্রামের আরো অনেকেই আহত হলেও মামলার ভয়ে নাম প্রকাশ করছেন না। তবে আহতদের মধ্যে রাসেল আহমদ, আলী আকবর, জয়নাল মিয়া ও গুলচর আলী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত পুলিশ কনস্টেবল নাহিদ ও গুলিবিদ্ধ চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বনাথ থানা পুলিশ এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করেছে। ঘটনার পর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ওসমানীনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, হরতালে পিকেটিং করতে গেলে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে তারা পুলিশের উপর হামলা করে। এতে তিনিসহ পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews