রুহুল আমিন তালুকদারঃ
১৫ ডিসেম্বর ২০২৩খ্রি. শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা জেলা পুলিশে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় পুলিশ সুপার উপস্হিত জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।