স্বপন রবি দাস নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে এক স্কুল শিক্ষিকার গলায় ছুরি ধরে স্বর্ণ অলংকার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী।মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ পৌর নহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার স্কুল শিক্ষিকা শারমিন আক্তার জানান, নবীগঞ্জ শহর থেকে পৌর নহরপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রিক্সাশায় করে যাচ্ছিলেন তিনি। স্কুলের সামনে নহরপুর মাদ্রাসা রোড়ে পৌঁছলে পিছন দিক থেকে মটরসাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক তার গলায় ছুরি ধরে, অন্যজন গলায় ও হাতে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। মাত্র ৪০সেকেন্ডের মধ্যেই মটরসাইকেলে ছিনতাইকারীরা সটকে পড়ে। খবর পেয়ে সাথে সাথেই নবীগঞ্জ থানা পুলিশের এস আই সমিরুল দাসের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শারমিন আক্তার । নবীগঞ্জ থানার (ওসি) মো. আজিজুর রহমান জানান,ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ছিনতাইয়ের সাতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে