কবি মিজানুর রহমান মিজান
* লজ্জা শরমের খেয়ে মাথা
অসুরে সুর তোলে যথাতথা
মানে না সমাজ, নীতি, নৈতিকতা।।
মানব নামের এ পশুরা
সমাজ ভাঙ্গে বহায় ধারা
স্বার্থহীনতায় নীতি ধরে ওরা
জয়-পরাজয় ঘোলাটে সত্য মিথ্যা।।
জি হুজুর মিউ মিউ
অন্যায় বাড়ায় আর নাহি কেউ
সামনে এক পিছনে আরেক পিউ
ভাবে না মুহুর্তে বদলায় সত্য কথা।।
রয়েছে আপাদমস্তক দ্বৈত বাণীতে
পানি থাকে না কচু পাতাতে
টলটলাইয়া পড়ে ঝরে মাটিতে
সত্য মরে হা-হুতাসে প্রতিষ্ঠা পায় মিথ্যা।।
এক সত্য গোপনে শত মিথ্যার জন্ম
এ বিষ ছড়ায় দ্রুত শাখা প্রশাখার কর্ম
সামলানো কি সহজ কথা আগুনের ধর্ম
মিথ্যুক বুঝে পরিহার হবে উপশম ব্যথা।।*