ফারুক আহমদ, বিশ্বনাথ থেকেঃ
সিলেট বিভাগের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের দুআ মাহফিল আজ বুধবার ৩ নভেম্বর বাদ জোহর মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
মাদরাসার সহকারী মৌলভী মাওলানা ছাদিকুর রহমান অলংকারীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের ভিপি আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত দুআ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, সহকারী মৌলভী হাফিজ মাওলানা ছয়ফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মাওলানা মোঃ মুনির উদ্দিন, বাংলা প্রভাষক আলীনুর হোসেন বিপ্লব, ইংরেজি প্রভাষক বিল্লাল হোসেন, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, প্রভাষক হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোস্তফা হোসেন, আব্দুল হান্নান, সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ মিছবাহুদ্দীন, মাওলানা আবুল ফয়েজ মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফয়জুল হক, ছাত্রসংসদ জিএস দিলওয়ার হোসেন, এজিএস আব্দুল ওয়াহাব, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক ইউসুফ আলী খান প্রমুখ।