ফারুক আহমদ, বিশ্বনাথ প্রতিনিধিঃ
এমনটা কী আগে কখনো হয়েছিল ? কে জানে ! তবে আগে হোক না হোক, আজ রবিবার ১২ সেপ্টেম্বর এক অন্যরকম স্কুলে ফেরার সাক্ষী হলো পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ ১৮ মাস পর মুখে মাস্ক পরে তারা হাজির হলো শিক্ষাপ্রতিষ্ঠানে। ভিন্ন রকম আয়োজনে বরণ করা হলো তাদেরকে। কপালে যন্ত্র তাক করে মাপা হলো শরীরের তাপমাত্রাও। বরণ করা করা হইছে নতুন আঙ্গিকে। এই অন্যরকম মাদরাসায় ফেরার মধ্য দিয়ে দেড় বছর পর আজ রোববার থেকে খুলেছে বিশ্বনাথের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শুধু বিশ্বনাথ ই নয় অবশ্য, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই আজ থেকে খুলে দেওয়া হয়েছে।
আজ সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় ভিন্নরুপে শিক্ষার্থীদের বরণ করছেণ শিক্ষকগণ। সবার চোখেমুখে উচ্ছ্বাস। দীর্ঘদিন পর প্রিয় আঙিনায় ফেরার আনন্দ।
শিক্ষকগণের ভাষ্যমতে আপাতত শিক্ষার্থীদের পড়ালেখায় চাপ দেওয়া হবে না। দীর্ঘদিন পর তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর একের পর এক ছুটি শুধু বেড়েছে। অবশেষে দীর্ঘ ৫৪৩ দিন পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার।