ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেট থেকেঃ
পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হোসাইনিয়া ছাত্র সংসদের ২০২১-২২ সেশনের কমিটি মঙ্গলবার ১৮ অক্টোবর গঠন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ ছাত্র সংসদের সভাপতি (পদাধিকার বলে) মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান মাদরাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আলমগীর হোসাইনকে সহ সভাপতি (ভিপি) আলিম প্রথম বর্ষের দিলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক (জিএস) ও কামিল দ্বিতীয় বর্ষের কাওছার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির লিখিত অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দঃ
যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ, অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইউসুফ আলী খান, সহ প্রচার সম্পাদক আবু নাইম মো. রায়হান, প্রশিক্ষণ সম্পাদক মো. মুহিবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. আবু সাইদ, শিক্ষা ও আইসিটি সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহ শিক্ষা ও আইটিসি সম্পাদক মো. ইব্রাহীম আলী, সেমিনার সম্পাদক আব্দুল মুকিত জুমান, সহ সেমিনার সম্পাদক ইমরান আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক মাহদী, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারজান মো. রুহি, ছাত্র কল্যাণ সম্পাদক মো. ছাদেক হোসাইন, সহ ছাত্র কল্যাণ সম্পাদক নুর উদ্দিন, অফিস সম্পাদক গোলাম সারওয়ার মাহবুব, সহ অফিস সম্পাদক ইমাদ উদ্দিন, পাঠাগার সম্পাদক জাকির আহমদ সালমান, সহ পাঠাগার সম্পাদক জুনাইদ আহমদ মাশহুর, দাখিল সম্পাদক আহমদ ইশতিয়াক আত তানভীর, ইবতেদায়ী সম্পাদক মুস্তাফিজুর রহমান।
শ্রেনী প্রতিনিধিঃ
৪র্থ মাছুম আহমদ, ৫ম কামরান মিয়া, ৬ষ্ট মাহমুদুর রহমান, ৭ম শামছদ্দিন রেদওয়ান, ৮ম ফিদাউর রহমান মিনহাজ, ৯ম ছানোয়ার হোসেন, ১০ম রেদওয়ান আহমদ চৌধুরী, আলিম ১ম বর্ষের লোকমান আহমদ, ২য় বর্ষের আব্দুল্লাহ আল হাসান, ফাযিল ১ম বর্ষের আফসার হোসাইন, ২য় বর্ষের আব্দুন নুর, ৩য় বর্ষের সাব্বির আহমদ, অনার্স ১ম বর্ষের বদরুজ্জামান, ২য় বর্ষের জহুর উদ্দিন, কামিল ১ম বর্ষের আব্দুল হান্নান ও ২য় বর্ষের ছাত্র শহিদুল ইসলাম।