রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
৩১ শে জুলাই ২০২৩(সোমবার) দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ছাত্রলীগের দুটি ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এতে দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ বনাম একই উপজেলার জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব হোসেন,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শ্রী সাধন চন্দ্র রায় সহ নেতৃবৃন্দ। খেলার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য দীর্ঘদিন থেকে দহগ্রামে ফুটবল খেলা বন্ধ ছিলো দহগ্রামে একটি মাত্র মাঠ ফুটবলের জন্য উপযোগী, দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য মাঠে ভবন নির্মাণের যন্ত্রাংশ ছরিয়ে ছিটিয়ে থাকার কারনে মাঠে খেলা হয় নাই আজ ছাত্রলীগ শুরু করলো, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বড় ধরণের টুর্নামেন্ট আয়োজন করবো। যুব সমাজকে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বপ্রথম ছাত্রলীগ কে এগিয়ে আসতে হবে।
প্রীতি ফুটবল খেলা আয়োজনের জন্য তিনি দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ ও জাংড়া ইউনিয়ন ছাত্রলীগ কে ধন্যবাদ জানান।
এ সময় আমন্ত্রিত অতিথি জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী সাধন চন্দ্র রায় বলেন,খেলায় হার জিত বড় ব্যাপার নয়, যুব সমাজকে মাদক ও জুয়া থেকে বিরত রাখতে আমরা বন্ধ পরিকর,ছাত্রলীগ বন্ধ পরিকর।
এ সময় দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ আশরাফী বলেন,জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ বন্ধ পরিকর।
ইনশাআল্লাহ ছাত্রলীগ যুব সমাজকে এগিয়ে নিতে সব সময় এগিয়ে আসে, আমরাও দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ এর ব্যতিক্রম নই।
ভবিষ্যতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগে।
খেলায় জোংড়া ইউনিয়ন ছাত্রলীগ দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ কে ১-০ গোলে পরাজিত করে।
এ সময় বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
পুরুস্কার বিতরনী শেষে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুল আলম ও চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২ রা আগষ্ট,জেলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় সমাবেশ ও রংপুরে শেখ হাসিনার আগমন উপলক্ষে দহগ্রাম বঙ্গেরবাড়ি বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।