বার্তা বিভাগঃ
আমেরিকার স্থায়ী বাসিন্দা, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক বার্তায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া বাংলা ভাষাভাষী সহ দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন– পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের আপামর বাঙালী জনতা জীবন, যৌবন, রক্ত আর সতিত্বের বিনিময়ে আমাদের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তাদের এই অবদানে আজ আমরা স্বাধীন বাংলাদেশী হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে চলতে পারছি। রক্ত দিয়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। ৭১ সালের এই দিনে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, আজ পঞ্চাশোর্ধ পেরুনো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সশ্রদ্ধ সালাম ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুদ্ধে শহীদ হওয়া সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনতার পক্ষে উজ্জীবিত ও উন্নয়নের ধারায় অংশীদার হওয়ার গৌরবে সচেষ্ট থাকেন এ প্রত্যাশা ব্যক্ত করছি।
Leave a Reply