বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নসহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের কৃতিসন্তান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পৃষ্ঠপোষক, বৃটেন প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক গোলাম শাহ নেওয়াজ শিবলু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। আজ ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) পূর্ণ হল। এই পূর্ণতা আজ বড় আনন্দের। মহান স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রাপ্তিকে সমুন্নত রাখা বাঙালী প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব, তা ধরে রাখতে আজীবন সচেষ্ট থাকব সবাই এমনটাই আমার আশা – আকাঙ্খা হৃদয়ে লানন করি। দেশ গড়ার শপথ নিয়ে সবাই কাজ করি, এই থাকছে প্রত্যাশা।