বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলাসহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন মিডিয়ার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর সেলিম জে আহমেদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) পূর্ণ হল। এই পূর্ণতা আজ বড় আনন্দের। বাংলাদেশ নামক দেশটির জন্মের পর আজ ৫০ বছর পেরিয়েছে। কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ১৯৭১ সালে আগ্রাসী হানাদার পাকিস্তানী বাহিনীর হাতে আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছে। ২লক্ষ মা-বোনের সভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভোম এই বাংলাদেশের জন্ম হয়েছে, যাদের আত্মত্যাগ আমাকে গর্বিত বাঙ্গালী হিসেবে বেঁচে থাকার প্রেরণা যোগায়। মহান স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি আজ বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সেলিম জে আহমেদ আরো বলেন; বাংলাদেশ আজ আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সকল অপশক্তিকে রুখে দেওয়ার শপথ নিয়ে দলের সকল নেতাকর্মীদের আওয়ামীলীগের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এই প্রাপ্তিকে সমুন্নত রাখা বাঙালী প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব, তা ধরে রাখতে আজীবন সচেষ্ট থাকব সবাই এমনটাই স্বপ্ন, আশা – আকাঙ্খা হৃদয়ে লানন করে দেশ গড়ার শপথ নেই।