মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে স্বপ্নের আলো ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা শনিবার (৫ জুন) বিকেলে ৪ টায় রাজাপুর সাংবাদিক ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নের আলো ফাউন্ডেশনের সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আহাম্মেদ নাইম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্নের আলো ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাঈম হাসান ঈমন, সহ-সভাপতি নবীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুল, শিক্ষা ও সমাজসেবা আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াসিন উদ্দিন জিসান, সহ-দপ্তর সম্পাদক লিমন, সহ-প্রচার প্রকাশনা মেহেদী হাছান প্রমু্খ। সভাপতির বক্তব্যে মোঃ নাঈম হাসান ঈমন বলেন ‘আমাদের স্বপ্ন মানবতার সেবা জয় হোক রক্তদাতা’ এই স্লোগানকে সামনে রেখে আমাদের সংগঠন শুধু রক্তের ডোনার ম্যানেজ করা নয় এই সংগঠন সামাজিক সকল স্বেচ্ছাসেবা মূলক কাজে নিয়োজিত থাকবে। সমাজের যারা নিম্ন আয়ের অসহায়া ও কর্মহীন মানুষ বসবাস করে তাদের পাশে দাড়াবে স্বপ্নের আলো ফাউন্ডেশন। স্বপ্নের আলো ফাউন্ডেশনের লক্ষ্য রাজাপুর উপজেলা রক্তের অভাব পুরোন করার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবা মূলক কাজ করা। পর্যায় ক্রমে রাজাপুর উপজেলা সহ সকল উপজেলার মানুষের পাশে থাকবে স্বপ্নের আলো ফাউন্ডেশন।