রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন পাটগ্রাম উপজেলার হোসাইন মোহাম্মদ ফিরোজ ও ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে তাকে মেইল করে জানানো হয়েছে বলে দাবি করেছেন আজিজ।
এশিয়ান এক্সপ্রেস ২৪ এর পক্ষ থেকে তার
অনুভূতি জানতে চাইলে ফিরোজ জানান, সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছি। আবেদন করেছিলাম ২২ ফেব্রুয়ারি ২০২১ সালে। আমি সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। ভাইবার মাধ্যমে সিলেক্ট হয়েছি আমি । সেখানে
ফিরোজ সাইন্সের বিষয় নিয়ে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ।
তিনি আরও বলেন, ২০২০ সালের আমি তুর্কিতে ডিয়ানাত ফাউন্ডেশন স্কলার্শিপে ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাই,তারপরে সৌদি আরবে আবেদন করে রেজাল্ট হওয়ার মধ্যেও আরো কয়েকটা দেশ থেকে বাদ পড়ে যাই। এবং কাতার ও মালোশিয়া থেকেও বাদ পড়ে যাই।
সৌদি আরব সহ বিভিন্ন দেশে আবেদন করার জন্য যে ভাই আমাকে বিশেষভাবে হেল্প করেছেন মর্ডান অনুবাদ সেন্টারের মইনুদ্দিন ভাই।
আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাকে আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এরপর আমার মা-বাবা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফিরোজ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গ্রামের কাজী মাওলানা আব্দুল খালেক এবং ফজিলাতুন্নেসা দম্পতির তিন সন্তানের মধ্যে ফিরোজ সবার বড়।
ফিরোজ পাটগ্রাম আব্দুল্লাহ প্রধান সিনিয়র আলিম মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর সে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হয় এবং সেখান থেকে দাখিল ও আলিম পাশ করে।
Leave a Reply