বার্তা বিভাগঃ দেখতে দেখতে কখন যেন ৪টা বছর পেরিয়ে গেল! আজ ১৩ এপ্রিল আমার একমাত্র মেয়ে সোহিনী আহমদ (আলিজা ) ৫ বৎসরে পা দিয়েছে। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। আমার ঘর আলো করে আমার মা’মনিটা এলো। আজ তারই ৫ম জন্মবার্ষিকী। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল মা’মনি। বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন, দেশে বিদেশে অবস্থানরত সবাই দোয়া করবেন আমার মা-মণির জন্য। সে যেন মানুষের মত মানুষ ও সুশিক্ষিত হয়ে সমাজের ভাল কাজে অবদান রাখতে পারে। আল্লাহ পাক যেন তার নেক হায়াত দান করেন। আমীন।
এই কথাগুলো একজন পিতার। কন্যাসন্তানের প্রতি অগাদ ভালবাসার বর্হিপ্রকাশ এই কথাগুলোতে রয়েছে। সব বাবারাই সন্তানের আশু মঙ্গল কামনা আর আজীবন বুকে আগলে রাখার সংগ্রাম চালিয়ে যান। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই থাকে লালিত স্বপ্ন।
সোহিনী আহমদ আলিজার আজ ৫ম জন্মবার্ষিকী। যুক্তরাজ্যের ডরসেটে নিজ বাসায় মহামারির কারণে সীমিত পরিসরে পারিবারিক ভাবে সোহিনীর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোহিনী আহমদ আলিজা যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, ব্রিটেনের জনপ্রিয় রেষ্টুরেন্ট ব্যবসায়ী, এসএমএস মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান, সমাজসেবক আহমেদ সেলিমের একমাত্র কন্যা। আহমেদ সেলিম ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সোহিনী আহমদ আলিজার জন্মদিনে রইল অফুরান ভালবাসা ও শুভ কামনা।