সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় মায়ের দোয়া হুন্ডা সার্ভিসের মালিক ইউসুফ আলী দিনের পর দিন প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে আসছে একই রেজিষ্ট্রেশনের নাম্বার প্লেট লাগানো দুইটি বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকেল। যাদের রেজিষ্ট্রেশন নং সিরাজগঞ্জ হ ১১-৩০-৮৯। বিষয়টি ৫ই অক্টোবর জনগনের চোখে পড়লে তারা গণমাধ্যমকর্মীদের খবর দেন। গণমাধ্যমকর্মীরা সেখানে সত্যতা যাচাই করতে গেলে তারা সত্যতা খুজে পান। পরে ইউসুফের কাছে দুইটি মোটরসাইকেলের একই রেজিষ্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে তিনি সেখান থেকে পালিয়ে যান। এবং সুকৌশলে মোটর সাইকেল দুটি সরিয়ে ফেলেন। তার সহযোগী তালুকদার মটরসের মালিক হাসান তালুকদার বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের প্রান নাশের হুমকি প্রদান ও ক্যামের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটাযন। জানা যায় হাসান তালুকদারের সকল পরিচিত মোটর সাইকেলের মালিকদের মোটর সাইকেল সারানোর জন্য ইউসুফের কাছে পাঠায়। ইউসুফের সকল মেরামতের যন্ত্রাংশ কিনতে হয় হাসান মোটরর্স থেকে। অভিযোগ রয়েছে পাবলিকের নিকট থেকে সকল যন্ত্রাংশের মূল্য বেশি নেওয়ার কিছু অংশ যায় হাসান তালুকদারের পকেটে ।
টাকার বিষয়ে কোন ঝামেলা হলে এগিয়ে আসে হাসান তালুকদার। দিনের পর দিন অবৈধ এসকল কার্যকলাপ করার পরেও তারা যেন থেমে নেই!
তাদের ক্ষমতার উৎস কোথায়? জানা যায় তাদের সকল ক্ষমতার উৎস ইউসুফের ভাই সলঙ্গা থানার রোড শাখার ছাত্র শিবির সভাপতি আইয়ুব আলী। আইয়ুব আলী দীর্ঘদীন যাবত শিবির সংগঠনের সাথে যুক্ত। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবির সভাপতি মাসুদ রানা।
সুযোগে সৎ ব্যবহার, মানুষের দুঃর্সময়ে কায়দা করে সাধারন জনগণের পকেট ফাকা করা এ যেনো মরার ওপর খাড়ার ঘাঁ । তাদের কঠোর শাস্তির দাবী ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।