মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের কেওতা গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের স্ত্রী ছিন্নমূল মনোয়ারার হাতে (২৪মে) সোমবার সকালে স্থানীয় সমাজ সেবক মোঃ সফিকুল ইসলাম এলিনের সহযোগীতায় দুই বান ঢেউ টিন ও তিন হাজার টাকা তুলে দিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন। মনোয়ারা বলেন, টিন ও টাকা পেয়ে সে খুবই আনন্দিত। তাকে বর্ষায় আর কষ্ট করতে হবেনা। মোঃ সফিকুল ইসলাম এলিন বলেন, সোমবার সকালে মনোয়ারাকে রিক্সায় করে উপজেলা পরিষদে নিয়ে আসলে ইউএনও তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মনোয়ারার হাতে টিন ও টাকা তুলে দেন। মোঃ সফিকুল ইসলাম এলিন আরো বলেন, ওই দিনই সোহাগ ক্লিনিকে নিয়ে মনোয়ারাকে ডাক্তার দেখানো হয়। এসময় সোহাগ ক্লিনিকের কর্তৃপক্ষ ফ্রি ডাক্তার দোখানোর ব্যবস্থা করেন এবং পাঁচশত টাকার ঔষধ বিনামূল্যে মনোয়ারাকে প্রদান করেন। এলাকা থেকে চাঁদা তুলে গাছ কিনে মনোয়ারার জন্য একটি কাঠের ঘর নির্মান করে দিতে চেষ্টা করবেন বলে জানান সফিকুল ইসলাম। এই ঘর তোলার কাজে কেউ আর্থিক সহযোগীতা করতে চাইলে অনুরোধে সফিকুল ইসলামের বিকাশ মোবাইল নাম্বার ০১৭৪৬৮৪০৩৭৫ দেয়া হলো। এর আগে ১৩ মে বৃহস্পতিবার ঈদের চাঁদ রাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী নিয়ে মনোয়ারার সেই ঝুপড়ি ঘরে রাজাপুর ইউএনও মো মোক্তার হোসেন নিজে হাজির হয়ে তার হাতে তুলে দিয়েছিলেন। একই ভাবে প্রথম মনোয়ারার খাবার না থাকার কষ্টের কথা শুনে ১লা এপ্রিল বৃহস্পতিবার ১ বস্তা খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও নিজেই পৌছে দিয়েছিলেন মনোয়ারার সেই ঝুপড়ি ঘরে।