মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঈদুল ফিতরের দিন ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের হতদরিদ্র সন্তানহীন স্বামী পরিত্যক্তা এরাতন বিবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি মানবিক আবেদনের পোষ্ট।
উক্ত মানবিক আবেদনের পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ারপরে রাজাপুর সোহাগ ক্লিনিকের প্রতিষ্ঠাতা আহসান হাবিব সোহাগ, মোঃ রিয়াজ শরিফ ও মোঃ ওয়াসিম আহম্মেদ, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে রবিবার (১৬মে) দুপুর ১ঃ৪০ ঘটিকার সময় রাজাপুর উপজেলার সু-যোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ মোক্তার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এরাতনের বাড়িতে স্ব শরীরে উপস্থিত হন, উক্ত খাদ্য সামগ্রী বিতরণ শেষে এরাতন বিবির সকল সমস্যাধী জানতে পেরে তাহার সমস্যার কিছুটা হলেও সমাধান করার প্রতিশ্রুতি দেন রাজাপুর ইউএনও মহোদয়। এসময় সাথে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য, সংবাদকর্মী ও সমাজকর্মী মোসাঃ ছালমা বেগম।