বিশ্বনাথ প্রতিনিধিঃ
দেশের চলমান পরিস্থিতিতে থেমে না থেকে প্রতিদিন অফিস করছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সরকার পতনের পর নানা সদস্যায় জর্জরিত উপজেলা পরিষদের প্রশাসনিক দপ্তরগুলো। ব্যাপক ভাংচুর করা হয় বিভিন্ন অফিসের আসবাবপত্র। এখনো বিভিন্ন অফিসে দেখা পাওয়া যাচ্ছেনা সরকারী কর্মকর্তাদের কিন্তু সকল প্রতিকূলতা কাটিয়ে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
বৃহঃস্পতিবার (১৫ই আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ তার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেখা পাওয়া যায় এমন চিত্রের। এসময় দাপ্তরিক বিভিন্ন কাজ করতেও দেখা যায় তাকে। সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন; দেশের এবং জনগণের কথা মাথায় নিয়ে ঘরে বসে না থেকে অফিসের চলমান কাজগুলো করে যাচ্ছি। এটা করা আমার দায়িত্ব।দেশের নাজুক পরিস্থিতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল অপকর্ম থেকে নিজেকে দুরে রাখার আহবান জানান তিনি।
এসময় উপিস্থত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আব্দুল করিম ও ছালেক উদ্দিন প্রমুখ।