এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুশাসন ও শান্তি শৃঙ্খলা ফেরাতে ধানের শীষে ভোট দিন বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রামের কৃতিসন্তান এ্যাডঃ রুহুল কবির রিজভী। তিনি গত কয়েক দিন ধরে তার নিজ এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী বিশিষ্ট সাংবাদিক সহঃঅধ্যাপক সফিকুল ইসলাম বেবুর পক্ষে গন সংযোগ করছেন।
আজ শুক্রবার বিভিন্ন এলাকায় তিনি মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি তাসবি উল ইসলাম, ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, বিএনপি নেতা ও সাংবাদিক আশরাফুল হক রুবেল সহ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।