1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত  ফ্যাসিস্ট আ.লীগের বাংলার মাটিতে আশ্রয় হবে না-ডা.শফিকুর রহমান ফুলবাড়ীতে ৪কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার লোহাগড়ায় চারদিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত দাকোপে ইসালামী আন্দেলনের কমিটি গঠন, সভাপতি মাওঃ ইলিয়াস সেক্রেটারি শফিকুল নড়াইল পৌর বিএনপি কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করল বিজিবি ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন ফুলবাড়ীতে ট্রলি চাপায় এক শিশু নিহত, ট্রলি জব্দ কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুগ্রামের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সাংবাদিক সহ আহত ২০
শিরোনাম
নরসিংদীতে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত  ফ্যাসিস্ট আ.লীগের বাংলার মাটিতে আশ্রয় হবে না-ডা.শফিকুর রহমান ফুলবাড়ীতে ৪কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার লোহাগড়ায় চারদিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত দাকোপে ইসালামী আন্দেলনের কমিটি গঠন, সভাপতি মাওঃ ইলিয়াস সেক্রেটারি শফিকুল নড়াইল পৌর বিএনপি কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করল বিজিবি ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন ফুলবাড়ীতে ট্রলি চাপায় এক শিশু নিহত, ট্রলি জব্দ কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুগ্রামের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সাংবাদিক সহ আহত ২০ নরসিংদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার খাজাঞ্চি ফুটবল ফেডারেশনের আহবায়ক কমিটি গঠন লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন নরসিংদীতে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২  কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

সুনামগঞ্জে কৃষকদের জমি দখল, চেয়ারম্যানসহ ৭জনের বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

রুহুল আমীন তালুকদার, সিলেটঃ-

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হাওর এলাকায় ক্ষতিগ্রস্হ বাধ মেরামত নদী/খাল পূনঃ খনন বাস্তবায়ন করেছে উপজেলার জালালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড এর ১১টি উপ-প্রকল্প। ওই উপ-প্রকল্পগুলো কর্তৃক ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও হাওর পাড়ের নিরীহ কৃষকদের মালিকানা কৃষি জমি জরব দখল করে মৎস্য খামার স্হাপনের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় গত- ১১ নভেম্বর ( সোমবার) সকাল ১০টায় উপজেলার জালালপুর সাকিনের- মৃত সুনু মিয়ার ছেলে, ডাঃ সেলিম আহমদ, মৃত কুদ্রত আলীর ছেলে, একলাছুর রহমান, আব্দুল মতলিবের মেয়ে, শাফিয়া বেগম, শহীদুল হকের স্ত্রী, মেহেরুন নেছা, মৃত কমর আলীর ছেলে,ডাঃ সিদ্দিকুর রহমান, আকিকুর রহমান ও দুর্লভপুর সাকিনের- মৃত আব্দুর রহিমের ছেলে, (ইমাম) মতিউর রহমান, রতনপুর সাকিনের- শাহনুর মিয়ার ছেলে, হেলাল উদ্দিন, সাদকপুর সাকিনের- মৃত ইদ্রিস আলীর, ছেলে ইলিয়াস আলী প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনার সিলেট,বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলোর ছায়াকপি প্রধান উপদেষ্টা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পুরাতন সংসদ ভবন,তেজগাঁও ও উপদেষ্টা, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইড), এলজিইডি ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা প্রেরণ করেন।

অভিযুক্তরা হলেন, আবু সৈয়দ মোঃ সাহেদুর রাহিম, (প্রকল্প পরিচালক), ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), এলজিইডি, সদর দপ্তর ঢাকা, রওশন আরা বেগম (সভাপতি), জালালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড, স্বামী নজির আহমদ, সাকিন- জালালপুর, ইউ/পি- মোল্লাপাড়া, উপজেলা- সনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, হাবিবুর রহমান (সাধারণ সম্পাদক), জালালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড, পিতা মৃত আব্দুল মনাফ, সাকিন- জালালপুর, ইউ/পি- মোল্লাপাড়া, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, নূরুল হক (চেয়ারম্যান), মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ, পিতা সিতারা মিয়া, সাকিন- লালপুর, ইউ/পি- মোল্লাপাড়া, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, মোঃ মাহবুুব আলম (নির্বাহী প্রকৌশলী), ঠিকানা- কর্মস্হল সুনামগঞ্জ এলজিইডি অফিস, সুনামগঞ্জ, আনোয়ার হোসেন (উপজেলা প্রকৌশলী), ঠিকানা- কর্মস্হল, সুনামগঞ্জ সদর উপজেলা এলজিইডি অফিস, জেলা- সুনামগঞ্জ, শাহিন আলম (সার্ভেয়ার), সুনামগঞ্জ সদর উপজেলা (ভূমি) অফিস, জেলা- সুনামগঞ্জ।

সিলেটের বিভাগীয় কমিশনার ভূক্তভোগীদের অভিযোগগুলো প্রাপ্ত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্হা নিতে বিভাগীয় অফিস ১৩৩৮ নং স্বারকে ৩ডিসেম্বর (বুধবার) সুনামগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন।

ভূক্তভোগীদের অভিযোগ সুত্রে জানা গেছে, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), বিভিন্ন হাওর এলাকায় ক্ষতিগ্রস্হ বাধ মেরামত নদী/ খাল পূনঃ খননের জন্য ২০২৩-২৪ অর্থ বছরের স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন করার লক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা) নীতিমালা ২০১৮ এর ১৪নং অনুচ্ছেদ মোতাবেক জাইকা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কল্পে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নদী/খাল পূনঃ খনন ও ফ্রেমের উভয় পাশে বৃক্ষ রোপন রেফারেন্স বেডব্লক বাস্তবায়ন করতে উপজেলার জালালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিমিটেড এর ১১টি উপ-প্রকল্পকে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে (এক কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চান্ন হাজার আটশত চুয়ান্ন) টাকা বরাদ্ধ অনুমোদন দেয়া হয়।

উপ-প্রকল্পগুলোর অধীন হাওর পাড়ের কৃষক ও স্হানীয়দের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে এলসিএস সদস্য নিয়োগ করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মাটির কাজ করার উপযুক্ত করে গড়ে তুলে মাটির কাজ/খাল পুনঃ খনন বাস্তবায়নের জন্য জালালপুর পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির; সভাপতি প্রতিপক্ষ রওশন আরা, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান, সদর দপ্তরের প্রকল্প পরিচালক, আবু সৈয়দ সাহেদুর রাহিম, নির্বাহী প্রকৌশলী, মাহবুব আলম,উপজেলা প্রকৌশলী, আনোয়ার হোসেন ও এলসিএস গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে গত- ১৭ জানুয়ারী চুক্তিপত্র সম্পাদন করা হয়।

চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে তালিকাভূক্ত ও প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য ছাড়া অন্য কোন সদস্য বর্নিত প্রকল্পগুলোতে মাটির কাজ করতে পারবে না। প্রতিপক্ষ নূরুল হক এলাকার একজন ধনাঢ্য, প্রভাবশালী, স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দল বিএনপি’র নেতা হওয়ায় তার সকল অপকর্মের সহচর প্রতিপক্ষ সমিতির, সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান তাদের প্রভাব খাটাইয়া অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে প্রতিপক্ষ প্রকল্প পরিচালক, সাহেদুর, নির্বাহী প্রকৌশলী, মাহবুব, উপজেলা প্রকৌশলী, আনোয়ার, সার্ভেয়ার, শাহিনকে তাদের অস্তবসে নিয়ে প্রতিপক্ষ নূরুল হক, রওশন আরা ও হাবিবুরের বাধ্যগত নিকটআত্মীয় ও একই গোষ্টিয় লোক নিয়ে নামে মাত্র লোক দেখানো এলসিএস গ্রুপ গঠন করে। মুলত প্রকল্পগুলোর মাটির কাজ করা হয়েছে যান্ত্রিক যন্ত্র এক্সেবেটর ও ফেলোটার দিয়ে শ্রমিক দিয়ে নয়। এতে হাওর পাড়ের কৃষকরা যে সুবিধা/উপকার পাওয়ার কথা ছিল তা থেকে তাদেরকে বঞ্চিত করে লাভবান হয়েছে দুর্নীতিবাজ প্রতিপক্ষগণ।

প্রকল্পগুলোর মাটির কাজ/খাল খনন বাস্হবায়ন শেষে ৬.০৩৭ কিলোমিটারে ফ্রেমের উভয় পার্শ্বে বৃক্ষ রোপন ও রেফারেন্স বেডব্লক স্হাপনের কথা চুক্তিতে উল্লেখ থাকলেও প্রতিপক্ষগণ তা করেনি। সকল প্রতিপক্ষগণ একই যোগাযোগী মুলে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত না করেই তড়িগড়ি করে এলসিএস’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে চুড়ান্ত কিস্তির অর্থ উত্তোলন করে আত্মসৎ করার হীন পায়তারা করছে।

প্রতিপক্ষ নূরুল হক, রওশন আরা ও হাবিবুর তারা নিজেরা অন্যায় লাভের আশায় প্রকল্পগুলোতে মৎস্য খামার স্হাপনের অসৎ উদ্দেশে তলদেশ খনন না করে শুধু মাত্র পাড়ের মাটি কেটে প্রস্হ বাড়ানোর সুবিধার্থে অভিযোগকারীগণ ও আশপাশের নিরীহ কৃষকদেরকে প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলায় জেল জুলুমের ভয়ভীতি দেখাইয়া তাদের স্বত্ব দখলীয় মালিকানাধীন কৃষি জমি জরব দখল করে মৎস্য খামার স্হাপন করেছে।
সরকারী প্রজ্ঞাপনে উল্লেখ আছে মালিকানাধীন জমির মালিকগণ যদি স্ব- ইচ্ছায় তাদের জমিতে মাটি ফেলতে বা উত্তোলন করতে বাধা দেয় তাহলে জমির প্রকৃত মুল্য পরিশোধ করা বাধ্যতামূলক প্রতিপক্ষগণ সরকারী প্রজ্ঞাপনের তোয়াক্কা করেনি। অভিযোগকারী ডাঃ সেলিম আহমদসহ সকল অভিযোগকারীর জমি জবর দখল ও ফলানো ফসল বিনষ্ট করে প্রায় কোটি টাকার ক্ষতিসাধনের দাবী করছেন তারা।

শুধু তাই নয়, প্রতিপক্ষ নূরুল হক এত জঘন্য ও ভয়ষ্কর প্রকৃতির দুর্নীতিবাজ পর পর (দুই) বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সরকারী টাকা আত্মসাৎ করে থাকে। পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্হ বাধ মেরামত নদী/খাল পূনঃ খননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে কাবিকা নীতিমালা ২০১৭ এর ২.২ অনুচ্ছেদ মোতাবেক কাবিকা স্কীম প্রনয়নে ও বাস্তবায়ন কল্পে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ৫টি প্রকল্পে ডেকার হাওরে (এক কোটি তিরাশি লক্ষ) টাকা দুর্নীতি করায় তার বিরুদ্ধে উপজেলা জালালপুর সাকিনের মৃত লাল মিয়ার ছেলে, আজাদ মিয়া বাদী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত, সুনামগঞ্জ-এ পেনাল কোডের ৪০৯/১০৬ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করেন। যাহার স্পেশাল পিটিশন মামলা নং- ১২/২০১৮ইং, ২আগস্ট ২০১৮খ্রিঃ মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা, তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews