এইচ এম বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
২২অক্টোবর২০২০ ইং বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী বণিক সমিতির কার্যালয়ে উদ্ভোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেয়। সমিতির কার্যালয়ে শুভ উদ্ভোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপি এম)।
আলোচনায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনা ও বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, প্রবীণ ব্যবসায়ী শফিয়ার রব্বানী, হাট ইজারাদারের পক্ষে জাহাঙ্গীর আলম প্রমূখ।