নিজস্ব প্রতিবেদকঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৪আসনের অন্তর্ভূক্ত জৈন্তা,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ মে ২০২৩ শুক্রবার রাত ৮.০০ ঘটিকায় সিলেট উপ শহরস্থ গার্ডেন টাওয়ারের জিএসসি গ্লোবাল সলোশন মিলনায়তনে খেলেফত মজলিস সিলেট ৪জুন তত্বাবদায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে কোম্পানিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাও: ইমাম উদ্দিন”র সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।
তিনি এই তিন উপজেলার দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, খেলাফত মজলিস প্রচলিত নির্বাচনকে সমর্থন না করলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের বিকল্প নেই। তাই দাওয়াতি কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করা সময়ের দাবি। তবে সরকার যেই পথে হাঁটছে এতে করে সাংগঠনিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত কেন্দ্রই সিদ্ধান্ত নিবে। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। কারণ কেন্দ্রীয় সংগঠনের শক্ত দাবি হলো আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে হয়। সব কিছুর পরও একটি ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে আমরা কেন্দ্রীয় নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। তবে এক্ষেত্রে উপস্থিত নির্দেশনাকে সফল ভাবে সম্পন্ন করতে আমরা এখন থেকে প্রস্তুতি নেয়া প্রয়োজন। তাই প্রতিটি ইউনিয়ন শাখা ও ওয়ার্ড শাখা সুচারুভাবে গোছানো প্রয়োজন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা নাজির আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইমাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আখলাকুল আম্বিয়া, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রহিম,
সহ-সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা ওলীউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আখলাক হুসাইন, কেএম মনসুর আহমদ, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, মাওলানা শামসুজ্জামান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জুয়েব রহমান জসিম, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা ইসলাম উদ্দিন ও আজমল হক প্রমূখ।