নিজস্ব প্রতিবেদকঃ
সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর কনিষ্ঠ পুত্র আফনান আহমেদ জয় এর চতুর্থ শুভ জন্মদিন পালন করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
গতকাল সোমবার যুক্তরাজ্য থেকে স্ব-পরিবারে স্বদেশে আগমন করে এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর লাউঞ্জে পরিবারের অন্যান্য সদস্য ও উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে আফনান আহমেদ জয় এর চতুর্থ শুভ জন্মদিন পালন করা হয়।
১৭ নভেম্বর আফনান আহমেদ জয় এর চতুর্থ জন্ম দিনে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যবর্তন করায় এবং এই দিনের সময়টুকু বিমানে অবস্থান করায় ১৮ নভেম্বর সকালে দেশে পৌঁছে বিমানবন্দরেই তাঁর জন্মদিন পালন করেন পিতা মাতা ও পরিবারবর্গ। জন্মদিনের কেক কাটার পূর্বে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই জিহাদি।
ছেলের জন্মদিনের কেক কাটা ও আনুষ্ঠানিকতা শেষে সেলিম আহমেদ এর নিজ গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরে গমন করেন।
কনিষ্ঠ পুত্র আফনান আহমেদ জয় এর জন্য দেশ ও প্রবাসে বসবাসরত সকলের কাছে তার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া চেয়েছেন।